মোদী সরকারের আমলে ক্রমাগত মূল্যবৃদ্ধির থেকে বিজেপিকে নিস্তার নেই আমজনতার। এবার যেমন ফের বাড়ল বিমানের জ্বালানি এটিএফের দর। একধাক্কায় ১৬.৩ শতাংশ বেড়েছে তা। দিল্লীতে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম প্রতি লিটারে ১২৩.০৩ টাকা করে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, কোনও এয়ারলাইনের খরচের প্রায় ৪০ শতাংশই এই জ্বালানির ঘরে যায়। ফলে এর ফলে আগামীদিনে টিকিটের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন কেউ কেউ। ২০২২ সালের শুরু থেকেই ধীরে ধীরে বেড়ে চলেছে বিমানের জ্বালানির দাম। গত ৩ জুন, এটিএফ-এর দাম ১.৩ শতাংশ কমানো হয়েছিল।