সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়। অন্যদিকে, গুমোট আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে প্রবেশ করবে বর্ষা? এবার সেই প্রশ্নের জবাব দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। কিন্তু, সেক্ষেত্রে মৌসুমী বায়ু অপেক্ষাকৃত দুর্বল হবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছিল। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, কবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে বর্ষা। এই প্রশ্নের জবাব দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে।
সেজন্য আগে থেকেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। ফলে অস্বস্তি কিছুটা কমবে। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও। এদিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। দিনভর আকাশ মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ।
Read: যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর লাগাতার আঘাত আসছে, কন্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের – কেন্দ্রকে তোপ মমতার
Tweet: যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর লাগাতার আঘাত আসছে, কন্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের – কেন্দ্রকে তোপ মমতার
Monsoon