শেষমেশ পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। ফলে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। এখনও করোনামুক্ত হতে পারেননি মার্করাম। তাই ঋষভ পন্থদের বিরুদ্ধে বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পরে সাত দিন নিভৃতবাসে ছিলেন মার্করাম। বাকি দুই ম্যাচের আগে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি। তাই ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না মার্করাম।”
পাশাপাশি উক্ত বিবৃতিতে আরও বলা হয়েছে, “শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ মার্করাম। তাই তাঁর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।” অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে কব্জিতে চোট পান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডিকক। ফলে পরের দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। চতুর্থ ম্যাচে তিনি ফিরতে পারবেন কি না সে দিকে নজর রাখছেন দলের চিকিৎসকরা। “কব্জির চোট এখন অনেকটাই ভাল ডি ককের। চিকিৎসকরা নজর রাখছেন। চতুর্থ ম্যাচের আগে ডিকককে পাওয়া যাবে কি না সেটা চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে”, জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা।