এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লজ্জা! সে রাজ্যের ভোপালের হামিদিয়া হাসপাতালে সুপারের বিরুদ্ধে একযোগে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ৫০ জন নার্স। তাঁদের অভিযোগ, রাতে ডিউটি করার সময় হাসপাতালের সুপার দীপক মারাভির যৌন লালসার শিকার হতে হয়েছে তাঁদের।
অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হামিদিয়া হাসপাতাল মধ্যপ্রদেশের সব থেকে বড় সরকারি হাসপাতাল। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৫০ জন নার্স চিকিৎসক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানি ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।