ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার পর থেকেই বিশ্ববাজারে ক্রমশ বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে, যে দর ছিল ব্যারেল প্রতি ১০০ ডলার। সেই দামই যুদ্ধের সময় থেকেই চড়তে শুরু করেছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রয়েছে ১১৯ ডলারের কাছাকাছি। এমতাবস্থায় পেট্রোল-ডিজেলের দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ ভারতের মতো তেল আমদানিকারক দেশগুলি জ্বালানির ব্যাপারে পেট্রল-ডিজেলের জন্য আন্তর্জাতিক বাজারের উপরেই নির্ভরশীল।
অন্যদিকে, বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলার থেকে ১৪০ ডলার পর্যন্ত হতে পারে। তার ফলে সাধারণ মানুষের বিপদ যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা থাকে না। তেমনটা ঘটলে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসেরও যে দাম বেড়ে যাবে, তা বলাই বাহুল্য। কারণ পেট্রোল-ডিজেলের দামের উপর সাধারণ দৈনন্দিন জিনিসের দামের ওঠানামা বেশ কিছুটা নির্ভর করে। অন্যদিকে ভারতের বাজারে, পেট্রোল-ডিজেলের দাম গত কয়েকদিন ধরেই রয়েছে স্থির। এই নিয়ে একটানা ২৫ দিন জ্বালানির দামে কোনও বদল হল না। তবে বদল না এলেও দাম এখনও রয়েছে বেশ চড়াই।
Read: এবারের ২১ জুলাই কী ধর্মতলায় হবে? – নেতা-কর্মীদের নিয়ে আগামীকাল প্রস্তুতি বৈঠকে অভিষেক, বক্সী
Tweet: এবারের ২১ জুলাই কী ধর্মতলায় হবে? – নেতা-কর্মীদের নিয়ে আগামীকাল প্রস্তুতি বৈঠকে অভিষেক, বক্সী
Petroleum