অবশেষে মুক্তি পেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ সারদার প্রথম মামলা থেকে তাঁকে অব্যাহতি দেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য৷ আদালত জানিয়েছে, সারদা মামলায় কুণালকে প্রথম গ্রেফতার করা ঠিক হয়নি।
২০১৩ সালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদার প্রথম মামলা করা হয়েছিল। সেই মামলায় নাম জড়ায় কুনাল ঘোষ, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত সহ বেশ কয়েকজনের৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে। সেই মামলা থেকে কুণাল ঘোষ সহ বাকিদের অব্যাহতি দিলেন বিচারপতি।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘আমার বিরুদ্ধে প্রথম সারদা মামলায় অভিযোগ জানান হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে আমায় গ্রেফতার করে৷ সেই সময় আমার বিরুদ্ধে নানা ধরণের কথা রটে৷ কিন্তু আমি প্রথম থেকেই বলে এসেছিলাম সারদা মামলায় আমি কোনোভাবে জড়িত না৷’
তাঁর কথায়, ‘আমার সেই সময় সারদা থেকে এক টাকা নেওয়া বা দেওয়ার ক্ষমতা ছিল না৷ আমার কাছে কোনো অথারিটি ছিল না৷ তাই বৃহস্পতিবার বিচারক মনোজ্যোতি ভট্টাচার্যের এজলাসে আমায় মুক্ত বলে ঘোষণা করা হয়৷ কারণ আমি কখনই সারদার তহবিলের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলাম না৷’