অবশেষে সত্যি হল দীর্ঘদিনের স্বপ্ন। ভারতের যুব দলে ডাক পেলেন বাংলার ছেলে সুজিত সিংহ। কেরলে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করার আগে সুনীল ছেত্রীরা প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন বাংলা দলের বিরুদ্ধে। সেই ম্যাচেও অসাধারণ গোল করেছিলেন উত্তরবঙ্গের মালবাজারের সুজিত।
উল্লেখ্য, সুনীল ছেত্রীর ভক্ত সুজিতের বরাবরই স্বপ্ন ছিল ভারতীয় দলে খেলার। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যেই বাংলার এই প্রতিশ্রুতিমান স্ট্রাইকার ভুবনেশ্বরে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। উচ্ছ্বসিত সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন, “সুজিত দারুণ প্রতিভাবান। গোলটা খুব ভাল চেনে। সবচেয়ে ইতিবাচক ওর শেখার ইচ্ছে প্রবল।” পাশাপাশি তিনি জানিয়েছেন, সুজিতকে যদি ঠিক মতো গড়ে তোলা যায়, ভবিষ্যতে ভারতীয় ফুটবলের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারে সে।