বরাবরই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। এবার ফের লাগামহীন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিলেন। ইতিমধ্যে দিলীপ ঘোষের এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। বিজেপি নেতার এমন মন্তব্যে অস্বস্তিতে পদ্মশিবিরও। বুধবার মেদিনীপুরে বিজেপির একটি সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্যের শাসকদলের নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বাংলার মানুষরা এখন বুলডোজার চাইছেন। যেভাবে এখানে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, একটাই রাস্তা বুলডোজার। তৃণমূল নেতারা যারা এসব কথা বলছে, আগে তাদের বাড়ির উপর দিয়ে বুলডোজার চলবে।”
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই ক্রমাগত নানান বিপদ ঘনিয়ে এসেছে গেরুয়াশিবিরে। একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বে বিপর্যস্ত পদ্ম শিবির। দল ছাড়ার ঢল বিজেপিতে। তার মাঝে আবার সররবভারতীয় স্তরের নেতার এমন মন্তব্যে স্বাভাবিকভাবে বিপাকে পড়েছে গেরুয়াশিবির। সম্প্রতি রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে গিয়েছেন। তার পরও দিলীপের এমন মন্তব্যকে ভাল ভাবে দেখছে না বিজেপির একাংশ। বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচীতে গেরুয়া শিবিরের হাল ফেরাতে কর্মীদের বুথে বুথে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন তিনি। উপনির্বাচন হোক বা পুর নির্বাচন একের পর এক ভোটে পরাজয়ের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি বিজেপি নেতারা। তারপরও এমন মন্তব্য করায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। “হুমকি ধুমকি দিয়ে লাভ হবে না। বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণা-ভাষণ দিয়ে ভোটে গো হারা হেরেছে বিজেপি। তার পরও পদ্ম শিবিরের নেতাদের শিক্ষা হয়নি”, এমন সুরেই কটাক্ষ করেছেন বিজেপি বিরোধী রাজনীতিকদের একাংশ।