মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকেন। পাশে থাকেন। সুখে দুঃখে। সর্বদা। এবং দু’বছর করোনার বাতাবরণে চাকরী এবং অন্যান্য অনেক কিছু নিয়েই বহু সমস্যায় পড়তে হয়েছিল আম জনতাকে। তাই ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হতেই দ্রুত হচ্ছে চাকরীর নিয়োগ। গত মে মাসেই রাজ্যে ডাব্লু বি সি এস কর্তাদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এবার বিশেষ ভাতা বেড়ে গেল রাজ্য সরাকারের অধীনে থাকা ডাব্লু বি সি এস অফিসারদের। সাবডিভিশনাল অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আধিকারিকদের বিশেষ ভাতা বাড়াল রাজ্য।
১ মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে ডাব্লু বি সি এস অফিসারদের ন্যূনতম বিশেষ ভাতা ছিল মাসিক ১২০০ টাকা। তবে এখন সাব ডিভিশনাল অফিসারদের বিশেষ ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হল। এদিকে নির্দেশিকা অনুযায়ী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আধিকারিদকদের বিশেষ ভাতা ১৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারবেন আমলারা। এদিকে সম্প্রতি আইপিএসদের বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তার জন্য প্রতিটি স্তরে কত ভাতা বাড়ানো হবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র দফতর।