জনতার ভোটে জিতে দেশের সংসদে তাঁদের প্রতিনিধিত্ব করেন সাংসদরা। তেমনই এক সাংসদের শরীর থেকে জামা টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে।
দিল্লির ইডির দফতরের সামনে নিজের দলের নেতা রাহুল গান্ধীকে ডেকে পাঠানোর প্রতিবাদ জানাতে এসেছিলেন জ্যোতিমণি। ইডির দফতরের সামনে দিল্লি পুলিশ তাঁর সঙ্গে কী আচরণ করেছে, তা একটি ভিডিও করে জানিয়েছেন জ্যোতি। তাতে দেখা যাচ্ছে, জ্যোতির কামিজের পিছন দিকের অর্ধেকটাই আর নেই। ছিঁড়ে গিয়েছে তাঁর সালোয়ারও।
ছেঁড়া পোশাক পড়ে একটি বাসের ভিতরে বসে ভিডিও করেছেন জ্যোতি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে অপরাধীর মতো তুলে আনা হয়েছে। আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে জল চাইছি পুলিশের কাছে, এরা এক ফোঁটাও জল দেয়নি। উল্টে জল কিনতে গেলে বিক্রেতাদের চোখ রাঙিয়ে বিরত করেছে।’
তামিলনাড়ুর কারুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে জয়ী জ্যোতি। তাঁর অভিযোগ, পুলিশ শুধু তাঁর সঙ্গে দুর্ব্যবহারই করেনি। সর্বসমক্ষে তাঁর পরণের পোশাক টেনে ছিঁড়ে দিয়েছে। জ্যোতি তাঁর এই অভিযোগের ভিডিয়ো টুইটারে পোস্ট করে লোকসভার স্পিকারের কাছেই এই ঘটনার প্রতিকার চেয়েছেন। সেই ভিডিয়ো শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। শশী লিখেছেন, দেশে যে গণতন্ত্রের আর কিছুই অবশিষ্ট নেই, তা এই ঘটনায় স্পষ্ট। একজন মহিলা প্রতিবাদকারী, বিশেষ করে এক জন জনপ্রতিনিধির সঙ্গে এই আচরণ করে নিজেদের আরও নীচে টেনে নামিয়েছে দিল্লি পুলিশ।