ভারতীয় অর্থনীতির মন্দা যেন কাটতেই চাইছে না। শেয়ার মার্কেটের বর্তমান পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় মুদ্রা বাজারেও। যার দরুণ এদিনও রেকর্ড পতন হল ভারতীয় টাকার দামে।
মঙ্গলবারের তুলনায় আরও ১৮ পয়সা পড়েছে ভারতীয় মুদ্রার দাম। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ২২ পয়সা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ মার্কিন ডলারের দাম ৭৮ টাকা ২২ পয়সা। যা সর্বকালীন রেকর্ড। এদিনের শুরুতে ভারতীয় টাকার দাম ছিল ৭৭ টাকা ৯৯ পয়সা।
ওয়াকিবহাল মহল বলছে, ভারতীয় শেয়ার বাজার ধুঁকছে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। আবার আমেরিকার ফেডারেল ব্যাংকের সুদ বাড়ানোর ফলে বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় শেয়ার বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিয়েছে। শেয়ার বাজারের হিসেব বলছে, গত ৪ দিনে ভারতীয় শেয়ার বাজার থেকে ৬ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রা বাজারে।