গত মার্চে ভোপালের একটি মদের দোকানে ঢুকে পাথর ছুড়ে বোতল ভেঙে শিরোনামে এসেছিলেন তিনি৷ তারপর দীর্ঘদিন আর খবরে ছিলেন না। তবে এবার ফের একবার বিতর্কের শিরোনামে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। এবার একটি মদের দোকানে গোবর ছুঁড়ে হইচই ফেলে দিলেন তিনি। মঙ্গলবার দোকানে গোবর ছোড়ার পর উমার প্রতিক্রিয়া, ‘এবার আর পাথর ছুঁড়লাম না, তার বদলে গোবর দিলাম!’
প্রসঙ্গত, ভোপাল থেকে ৩৩০ কিলোমিটার দূরে, মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার তীর্থস্থান উর্চা। সেখানেই রয়েছে রাম রাজা মন্দির। ওই এলাকায় একটি মদের দোকানে গোবর ছুড়ে প্রতিবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর একাধিক টুইটে উমা দাবি করেন, দোকানটি যে জায়গায় রয়েছে, সেখানে মদের দোকান করার অনুমতি নেই। এছাড়া পবিত্র শহর উর্চায় মদের দোকান করা একটি অপরাধ বলেও দাবি তাঁর। যদিও পুলিশ জানিয়েছে, দোকানটির প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, উমা গোরবের তাল ছুঁড়ছেন মদের দোকান লক্ষ্য করে। তাঁকে বলতে শোনা যায়, ‘দেখুন, আমি কিন্তু এবার আর পাথর ছুঁড়লাম না। এ বার আমি গোবর ছুঁড়লাম।’