অব্যাহত জনসাধারণের দুর্ভোগ। মোদীর আমলে মূল্যবৃদ্ধি যেন ছায়াসঙ্গী হয়ে উঠেছে দেশবাসীর। পেট্রোপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কার্য আগুন। সম্প্রতি পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। লাগাতার ১৪ মাস ‘হোলসেল প্রাইস ইন্ডেক্স’ বা পাইকারী মুদ্রাস্ফীতির সূচক রয়েছে দুই অঙ্কে, যা দেশের অর্থনীতির জন্য প্রবল উদ্বেগের বিষয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী, রাসায়নিক পদার্থ প্রভৃতির দাম বাড়ার ফলেই পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী। যা ঘিরেই নিন্দার মুখে মোদী সরকার।
প্রসঙ্গত, জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন আনাজপাতির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। তার উপর মে মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি পৌঁছল ১৫.৮৮ শতাংশে।
সম্প্রতি কেন্দ্রিয় সরকার জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে ৭.০৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৬.০৭ শতাংশ। এর ফলে কাঁচা বাজারের যে অগ্নিমূল্য, তা আরও চড়বে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
Read: যেমন কথা তেমন কাজ – ৫০ নয় ৭০, দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশকে অলআউট করে দিলেন মুকেশ-শাহবাজেরা
Tweet: যেমন কথা তেমন কাজ – ৫০ নয় ৭০, দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশকে অলআউট করে দিলেন মুকেশ-শাহবাজেরা
Modi