সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনের অ-বিজেপি শিবির থেকে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল এনসিপি নেতা শরদ পাওয়ারের। তবে তিনি এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোড় দৌড়ে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর দলকে। এই আবহে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনাক জন্য অ-বিজেপি রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন মমতা। দিল্লিতে গিয়েই এদিন তিনি এনসিপি নেতা শরদ পাওয়ার বাসভবনে যান। আজকের বৈঠকের আগে এদিন তাঁরা দেশের বিভিন্ন ঘটনা নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন পাওয়ার।
তিনি টুইটে তাঁদের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আমার বাসভবনে এসে দেখা করেছেন। আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে আমাদের মধ্যে।’
বিজেপি বিরোধিতার ভূমি শক্ত করার জন্যই আজকের বৈঠকের আগে দুই নেতার সাক্ষাৎ বলে বিশ্লেষকদের অনুমান। প্রসঙ্গত, এর আগেও মুম্বইতে গত বছর মমতা-পাওয়ার সাক্ষাৎ হয়েছিল। এদিকে মঙ্গলবার বিকেলেই দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছে নিজের বাসভবনের উদ্দেশে রওনা না হয়েই তিনি শরদ পাওয়ার বাসভবনের দিকে যান। সেখানে বেশ কিছুক্ষণ আলোচনা করেন দুই নেতা-নেত্রী।