দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্বস্তিকর। গরমের দাপটে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোজ ছাত্র ছাত্রীদের এই রোদে বেরতে হলে অসুস্থ হয়ে পড়বে তারা। তাই এহেন সিদ্ধান্ত। এবার এই গরমের বর্ধিত ছুটিতেও মিড ডে মিল দেবে রাজ্য। এমনটাই জানা গেল। পরিবর্তিত পরিস্থিতিতে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, জুন মাসেও পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। মে-তে স্কুল বন্ধ ছিল, সেই সময়ও অভিভাবকদের হাতে আনাজ তুলে দেওয়া হয়েছিল। গরম না কমায়, ছুটি বৃদ্ধি হয়েছে ২৬ জুন পর্যন্ত। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, গোটা জুন মাসেই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে মিড ডে মিলের কাঁচা আনাজ। প্রসঙ্গত, এ বারই প্রথম গরমের ছুটিতে মিড ডে মিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।
মিড ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সম্প্রতি জেলাশাসকদের জানিয়েছেন, ২০ থেকে ২৬ জুনের মধ্যে স্কুলে স্কুলে যেন অভিভাবকদের হাতে বাড়ির শিশুটির জন্য চাল, আলু, চিনি, ডাল এবং সাবান তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, এ ক্ষেত্রে অভিভাবকরা ২ কেজি করে চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম করে চিনি, ২৫০ গ্রাম ডাল এবং একটি করে সাবান পাবেন। সংশ্লিষ্ট স্কুলের বিতরণ কেন্দ্র থেকেই তা অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। এ বার গরমের ছুটির শুরুতেও একই ভাবে অভিভাবকদের হাতে কাঁচা আনাজ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। পরিবর্তিত পরিস্থিতিতে গরমের ছুটি বর্ধিত হওয়ায়, সেই প্রক্রিয়া গোটা মাসই চলবে বলে সরকার জানিয়ে দিল।
Read: রেলের বেসরকারিকরণেই গ্রিন সিগন্যাল মোদী সরকারের – দেশে যাত্রা শুরু করল প্রথম বেসরকারি ট্রেন
Tweet: রেলের বেসরকারিকরণেই গ্রিন সিগন্যাল মোদী সরকারের – দেশে যাত্রা শুরু করল প্রথম বেসরকারি ট্রেন
Mid Day Meal