এলপিজি সংযোগ নিতে গেলে এখন থেকে গ্রাহকদের দিতে হবে আরও বেশি টাকা। এমনতেই গত কয়েক মাস ধরে বেড়েই চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। এবার নতুন কানেকশন নিতেও বাড়ছে খরচ। ১৬ জানুয়ারি থেকে নয়া কানেকশনে বিপুল পরিমাণে চার্জ বৃদ্ধি করছে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করা হয়েছে এই নতুন নতুন কানেকশন নেওয়ার চার্জ।
একটি সর্বভারতীয় বাণিজ্যিক ওয়েবসাইট জানাচ্ছে নতুন গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি চার্জ বৃদ্ধি করেছে গ্যাস কোম্পানিগুলি। ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এই সিকিউরিটি চার্জ বৃদ্ধি করা হয়েছে ৭৫০ টাকা। ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এই সিকিউরিটি চার্জ বৃদ্ধি করা হয়েছে ৩৫০ টাকা।
বর্তমানে নতুন কানেকশন নিতে গ্রাহকদের খরচ হবে ২২০০ টাকা। আগে এই পরিমাণ ছিল১৪৫০টাকা। কিন্তু, কোম্পানিগুলি ৭৫০টাকা সিলিন্ডারের চার্জ বৃদ্ধি করেছে। এছাড়া, ২৫০ টাকা রেগুলেটর, ২৫ টাকা পাসবুক চার্জ ও ১৫০ টাকা পাইপের চার্জ আলাদা করে দিতে হবে। যদি কোনও গ্রাহক নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে চান, সেক্ষেত্রে বর্তমানে তাঁকে এলপিজি সিলিন্ডারের দামসহ মোট দিতে হবে ৩৬৯০ টাকা। যদি কোনও গ্রাহক ডবল সিলিন্ডার নিতে চান, সেক্ষেত্রে ৪৪০০ টাকা দিতে হবে। তবে এই টাকার পরিমাণ বিভিন্ন রাজ্যে এলপিজি -এর দামের উপরে ১০০ থেকে ২০০ টাকা বেশি।
Read: তীর্থস্থানে মদের দোকান কেন? – প্রশ্ন তুলে গোবর ছুঁড়লেন বিজেপির উমা, অস্বস্তিতে গেরুয়া শিবির
Twitter: তীর্থস্থানে মদের দোকান কেন? – প্রশ্ন তুলে গোবর ছুঁড়লেন বিজেপির উমা, অস্বস্তিতে গেরুয়া শিবির
LPG Connection