২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় ফুটবল দল। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পরে ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানান সৌরভ। প্রাক্তন অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বর্তমান সুনীল ছেত্রী। না, সামনাসামনি নয়, টুইটারে সৌরভ চিনতে পারেননি সুনীলকে। ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পরে ভুল সুনীলকে ট্যাগ করে টুইট করেন সৌরভ। মঙ্গলবার ভারতীয় দলকে শুভেচ্ছা জানান সৌরভ। টুইটে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলকে ট্যাগ করে তিনি লেখেন, ‘২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে।
ফুটবলের মক্কায় এই সাফল্য আরও উল্লেখযোগ্য। দর্শকরা দারুণ ভাবে দলকে সমর্থন করেছে।’ সেটা করতে গিয়েই বিপত্তি। আসল সুনীল নন, অন্য কোনও এক সুনীল ছেত্রীকে ট্যাগ করে বসেন বিসিসিআই সভাপতি। যাঁকে সৌরভ ট্যাগ করেন সেই ব্যক্তি টুইটের জবাবে জানান, তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক নন। অন্য সুনীল লেখেন, ‘আমি নেপালে থাকি। আপনাদের অধিনায়ক সুনীল ছেত্রী নই। দয়া করে ভুল শুধরে নিন।’ তার পর অবশ্য ভুল শুধরে নিয়ে আসল সুনীলকে ট্যাগ করেন সৌরভ। ভুল সুনীলকে ট্যাগ করা নিয়ে অনেকে মস্করা করেন। কেউ কেউ অবশ্য সৌরভের সমর্থনে বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে এ রকম ভুল অনেকেই করেন। অহেতুক মজা করা উচিত নয়। এরকম ভুল হামেশাই হয় সবার।