এর আগেও অসহায় মানুষের সাহায্যার্থে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন তিনি। এবার ফের খবরের শিরোনামে অভিনেতা সোনু সুদ। থাইল্যান্ডে আটকে পড়া এক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনেন তিনি। বিমানের টিকিট না পেয়ে সোনু সুদকে মেনশন করে একটি টুইট করেন সাহিল খান। টুইট পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই টুইটের জবাব দিয়ে সোনু সুদ তাকে লেখেন, “চিন্তা করবেন না আমি টিকিট পাঠাচ্ছি।” এরপর অভিনেতা তাঁর কথামত আটকে পড়া যুবকের জন্য টিকিট পাঠান। নিরাপদে দেশে ফিরে এসে এক ভিডিও বার্তায় সোনু সুদকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
কদিন আগেই আর এটি ঘটনা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কুণ্ডলী পাকিয়ে ছোট্ট শিশুর চার হাত-পা। দুটি হাত দুটি পা। এমন অস্বাভাবিক শারীরিক গড়ন নিয়েই জন্ম হয়েছিল বিহারের চৌমুখী কুমারীর। ২ বছর বয়স। বয়স বাড়তেই এই একরত্তি পড়তে পারত বিভিন্ন রকম শারীরিক সমস্যায়। এদিকে দুঃস্থ পরিবারের আর্থিক সামর্থ্যও ছিল না, চৌমুখীর চিকিৎসা করানোর মতো। খবর পেয়েই এমন এগিয়ে আসেন সোনু সুদ। এর আগেও একাধিক বার দুঃস্থ মানুষদের দিকে হাত বাড়িয়ে নিজের মহানুভবতা পরিচয় দিয়েছেন তিনি।