যেমন কথা তেমন কাজ। প্রথম দিন ৬ উইকেটে ২৭১ রানে শেষ করে মধ্যপ্রদেশ। প্রথম দিনের খেলা শেষে বাংলার কোচ অরুণ লাল জানিয়েছিলেন, দ্বিতীয় দিন সকালে আরও ৫০ রানের মধ্যে মধ্যপ্রদেশকে অলআউট করার চেষ্টা করবেন তাঁর দলের বোলাররা। ৫০ নয়, ৭০ রান উঠল। তবে কোচের পরিকল্পনা মতো মধ্যপ্রদেশকে অলআউট করে দিলেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম ইনিংসে ৩৪১ রান করল মধ্যপ্রদেশ। মুকেশ ৪টি ও শাহবাজ ৩টি উইকেট নিলেন। বাংলাকে খেলায় ফেরান শাহবাজ। ৩৩ রানের মাথায় পুনীতকে আউট করেন তিনি। সেখানে ধসের শুরু। তার পরে মাত্র ১৮ রানের মধ্যে মধ্যপ্রদেশের বাকি তিন উইকেট পড়ে যায়। মন্ত্রী করেন ১৬৫ রান। তাঁকে আউট করেন মুকেশ।
Read: এলপিজি কানেকশন নিতে একধাক্কায় খরচ বাড়ল ৭৫০ টাকা! – এবার থেকে মোট খরচ হবে ২২০০ টাকা
Tweet: এলপিজি কানেকশন নিতে একধাক্কায় খরচ বাড়ল ৭৫০ টাকা! – এবার থেকে মোট খরচ হবে ২২০০ টাকা
Cricket