উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে সময়ের আগেই। দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা হচ্ছিল সাধারণ মানুষজনের। গতকাল কোথাও কোথাও প্রবল ঝড় বৃষ্টির পর আবহাওয়া মনোরম। আজ বিকেলের পর আনুষ্ঠানিক ভাবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। তবে উত্তরবঙ্গের তুলনায় আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল। শনিবার থেকে মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উইকএন্ডে রেনি ডে পাওয়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতেও। শিলিগুড়ি থেকে দক্ষিণদিকে নেমে মালদার কাছাকাছি রয়েছে মৌসুমি বায়ু। কাল বিকেলের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশের পুরোটাই মৌসুমি বায়ু গ্রাস করে নেবে বলে জানা গেছে। এরপর গোটা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ওড়িশার দিকে এগবে মৌসুমী বায়ু।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি এলাকায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এরমধ্যে আগামিকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও অংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং গাঙ্গেয় প্রায় সব জেলায় আগামীকাল থেকে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
Monsoon