প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই রেলের বেসরকারিকরণের কাজ শুরু করে দিয়েছে তারা। যার ফলস্বরূপ এবার যাত্রা শুরু করল ভারতের প্রথম বেসরকারি ট্রেন।
হ্যাঁ, মঙ্গলবার ভারতীয় রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে চলতে শুরু করল সেই ট্রেন। জানা গিয়েছে, উত্তর কোয়েম্বাটোর থেকে সাইনগর শিরডি পর্যন্ত ভারত গৌরব ট্রেনটি চলবে। ১৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় ট্রেনটি ছাড়বে। ১৬ জুন (বৃহস্পতিবার) তিরুপপুর, ইরোলাহান, ইয়েলাহানে স্টপেজ পেরিয়ে সকাল ৭.২৫ নাগাদ সাইনগর শিরডিতে পৌঁছাবে। মাঝে পড়বে ধর্মভারম, মন্ত্রালয়ম রোড এবং ওয়াদির মতো স্টেশনও।
Read: জম্মু-কাশ্মীরে চিতার হামলা – মৃত্যু ৩ শিশুর, ‘মানুষখেকো’কে হত্যার নির্দেশ প্রশাসনের
Tweet: জম্মু-কাশ্মীরে চিতার হামলা – মৃত্যু ৩ শিশুর, ‘মানুষখেকো’কে হত্যার নির্দেশ প্রশাসনের
Railway