সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে ডেকে পাঠিয়েছিল ইডি। সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়ায় তিনি হাজির দিতে না পারলেও বিদেশ থেকে ফিরে হাজিরা দিয়েছেন রাহুল। এসবের মাঝেই নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। তা নিয়েই ইডি দফতর থেকেই সরব হলেন রাহুল গান্ধী। তিনি বললেন ‘মহা জুমলা’।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির ঘোষণা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন এটি ‘জুমলা’ নয়, ‘মহা জুমলার’ সরকার।
রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় পরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর আধিকারিকদের দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখান থেকে বসেই চাকরি সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার বিষয়ে হিন্দিতে একটি টুইট শেয়ার করেন কংগ্রেস নেতা। তিনি লিখেছেন, ‘আট বছর আগে যেভাবে প্রতি বছর দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবকদের প্রতারিত করা হতো, ঠিক সেভাবেই এখন ১০ লাখ সরকারি চাকরির পালা। এটা ‘জুমলা’ নয়, ‘মহা জুমলার’ সরকার। এমনটাই বলেছেন প্রাক্তন কংগ্রেস প্রধান’।
প্রধানমন্ত্রী চাকরি তৈরিতে বিশেষজ্ঞ নন, কিন্তু চাকরি নিয়ে “সংবাদ” তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। এভাবেই রাহুল আক্রমণ করে মোদীকে। মোদী বলেছিলেন যে আগামীতে ১০ লক্ষ লোক নিয়োগের জন্য বিভিন্ন সরকারী বিভাগ এবং মন্ত্রককে নির্দেশ জারি করা হয়েছে। দেড় বছরের মধ্যে এই পরিমাণ চাক্রিন হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, সমস্ত সরকারী বিভাগ এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্দেশ দিয়েছেন।
Read: ফের মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলা – অর্থাভাবে জর্জরিত হাওড়ার বোটানিক্যাল গার্ডেন
Tweet: ফের মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলা – অর্থাভাবে জর্জরিত হাওড়ার বোটানিক্যাল গার্ডেন
Rahul Gandhi