রেলের জমিতে দোকান ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে পাল্লা রোড স্টেশনে ট্রেন অবরোধ। নিত্যযাত্রী যারা প্রতিদিন অফিস বা অন্যান্য কাজে রোজ বেরোন, তাদের আচমকাই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। পাল্লা রোড স্টেশনে অবরোধ। অফিস টাইমে বর্ধমান-হাওড়া কর্ড শাখার পাল্লা রোড স্টেশনে চলল রেল অবরোধ। গ্রাম্য রাস্তাতে রেল প্রাচীর তুলে দেওয়ার আশঙ্কা ও স্টেশন সংলগ্ন দোকান-ঘর ভেঙে দেওয়ার অভিযোগে পাল্লা রোড স্টেশনে রেললাইনে নেমে ট্রেন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্ন হয়। চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। অফিস টাইমে রেল অবরোধ। বর্ধমান-হাওড়া কর্ড শাখার। পাল্লা রোড স্টেশনে চলল রেল অবরোধ। গ্রাম্য রাস্তাতে রেল প্রাচীর তুলে দেওয়ার আশঙ্কা ও রেলের জায়গার বাইরে থাকা দোকান-ঘরও ভেঙে দেওয়ার অভিযোগে একেবারে পাল্লা রোড স্টেশনে নেমে ট্রেন অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ফলে বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্ন হয়।
বুধবার সকাল ১০টা নাগাদ হঠাৎ করে রেল অবরোধের ঘটনায় চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। হয়রানির শিকার হন নিত্যযাত্রীরাও। তবে রেল পুলিশের তৎপরতায় অবরোধ বেশিক্ষণ চলেনি। ২০ মিনিটের মধ্যেই আরপিএফ এবং গিআরপি-র আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। তারপর ধীরে-ধীরে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। তবে দিনের ব্যস্ত সময়ে, একেবারে অফিস টাইমে পাল্লা রোড স্টেশনে টানা ২০ মিনিট ধরে রেল অবরোধের জেরে বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। মাঝপথেই দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লোকাল ট্রেন। চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। ২০ মিনিট পর অবরোধ উঠতেই অবশ্য বর্ধমান-হাওড়া কর্ড শাখায়। প্রসঙ্গত, গত সোমবারই উত্তর ২৪ পরগনার বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধ করেছিল বিক্ষুব্ধ এলাকাবাসী। যার জেরে কাজিপাড়ায় রেল অবরোধের জেরে শিয়ালদা-হাসনাবাদ শাখায় রেল চলাচল ব্যাহত হয়।
Read: ক্যাফেতে চা, কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় – সময়ের আগেই খোশমেজাজে নিজাম প্যালেসে শওকত
Tweet: ক্যাফেতে চা, কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় – সময়ের আগেই খোশমেজাজে নিজাম প্যালেসে শওকত
Railway