এতদিন মাত্র দুটি বিষয়েই রিভিউ করার জন্য আবেদন করতে পারতেন পরীক্ষার্থীরা। তবে এ বছর উচ্চ মাধ্যমিকে সব বিষয়েই রিভিউ করা যাবে। এবার ছাত্র-ছাত্রীদের স্বার্থে এমন ব্যবস্থাই নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বছর সকল বিষয়ের জন্যই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
ইতিমধ্যেই, মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। কিন্তু যে কোনও আবেদন করতে হবে অনলাইনে। এ বার সব বিষয়ে রিভিউ করার সিদ্ধান্ত নিচ্ছে সংসদ। জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে এই ব্যবস্থা কেবল মাত্র এই বছরের জন্যই প্রযোজ্য তা-ও জানিয়েছেন তিনি। শীঘ্রই সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সংসদের ওয়েবসাইটে।
Read: বর্ধিত গরমের ছুটিতেও বাচ্চাদের মিড ডে মিল দেবে রাজ্য – ঘোষণা স্কুল শিক্ষা দফতরের
Tweet: বর্ধিত গরমের ছুটিতেও বাচ্চাদের মিড ডে মিল দেবে রাজ্য – ঘোষণা স্কুল শিক্ষা দফতরের
Higher Secondary