দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দাপট দেখা না গেলেও বেশ কিছুদিম ধরেই উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে। মঙ্গলবারই উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আগামী চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সঙ্গে জারি করা হয়েছিল কমলা সতর্কতাও। এরই মধ্যে দুর্যোগে বিপর্যস্ত পড়শি রাজ্য সিকিম। সিকিমের ২০ মাইলে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে। যার জেরে বিপর্যস্ত যান চলাচল।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর সিকিমে প্রবল বৃষ্টি হয়। দফায় দফায় ধস নামে পাহাড়ে। প্রথমে ধসে ভেঙে পড়া পাহাড়ের অংশ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছিল। তারপর ফের ধস নামে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ মাইলের ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিম যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সিংথাম, রংপোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রোরাথাং, তেমি তারকুর রাস্তাও ধসে বিপর্যস্ত। বিপদে পড়েছেন পর্যটকরা। জোরকদমে চলছে ধস সরানোর কাজ। আগামী পাঁচ দিন সিকিমে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অবস্থা এমনই যে লাল সতর্কতাও জারি হতে পারে সেখানে।
Disaster