তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র সম্পাদকীয় স্তম্ভে ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ বিষয়ে কয়েকটি কিস্তিতে প্রকাশিত হয়েছিল তাঁর প্রবন্ধ। যার শেষ পর্বে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি। আর তাতেই বিরাগভাজন হয়ে প্রয়াত প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করেছিল সিপিএম। সেসব পর্ব মেটার পর অজন্তা সিপিএমের দলীয় সদস্যপদ আর রিনিউ করাননি। এবার অনিল কন্যার সঙ্গে আরও কিছুটা দূরত্ব তৈরি করল সিপিএম। অনিল বিশ্বাস স্মারক বক্তৃতার ক্যালেন্ডার কর্মসূচিতে ডাক পেলেন না মেয়ে অজন্তা।
প্রসঙ্গত, এসএফআই-এর রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’ পত্রিকা তৈরি করেছিলেন অনিল বিশ্বাস। ১৫ জুন সেই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০৬ সালে অনিল বিশ্বাস প্রয়াত হওয়ার পর থেকে ফি বছর এই দিনে তাঁর নামে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত করে এসএফআই। বুধবার সেই কর্মসূচি হচ্ছে প্রিটোরিয়া স্ট্রিটের জ্ঞান মঞ্চে। কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়নি অজন্তাকে। এসএফআই নেতারা স্পষ্ট করেই বলে দিচ্ছেন, ‘আমরা এবছর ডাকিনি।’ উল্লেখ্য, অতীতে অনিল বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস যখন শারীরিক ভাবে সুস্থ ছিলেন, তিনি এবং মেয়ে অজন্তা আসতেন এই দিন। ১৫ জুনের বক্তৃতায় কখনও বুদ্ধদেব ভট্টাচার্য, কখনও গৌতম দেব, কখনও সূর্য মিশ্রের মতো শীর্ষ সিপিএম নেতারা ভাষণ দিয়েছেন। তবে অজন্তা পার্টি সদস্যপদ রিনিউ না করানোয় এবার তাঁকে আর আমন্ত্রণই জানানো হল না।