‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে শুরু থেকেই ছিল অসংখ্য বিতর্ক। গতকাল ঘোষণার পর নতুন করে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। জল্পনা কল্পনা বেড়েছে তুঙ্গে। গতকালই ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ভারতীয় স্থল সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, “ঐতিহাসিক সিদ্ধান্ত”। যদিও ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। গতকাল ঘোষণার পর নতুন করে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সেনায় চাকরিপ্রার্থীদের প্রশ্ন, চার বছরের চুক্তি শেষে কী করব? অনেকেই মনে করছেন, এর চেয়ে অন্য ক্ষেত্রে চাকরি খোঁজা বুদ্ধিমানের কাজ। উল্লেখ্য, এই প্রক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে, যাদের বয়স ১৭ বছর ৫ মাস থেকে ২১ বছরের মধ্যে।
চার বছর হওয়ার পর সব বিভাগের ১০০ শতাংশ সেনার চাকরি চলে যাবে। সেনায় চাকরিপ্রার্থী তরুণরা এই বিষয়েই একাধিক প্রশ্ন তুলছেন। তাঁদের বক্তব্য, আমাদের বোকা বানানো হচ্ছে। বিহারের বাসিন্দা গুলশন কুমার গত কয়েক বছর ধরে সেনায় চাকরির জন্য তৈরি হচ্ছিলেন। অগ্নিপথ প্রকল্পের বিষয়ে জেনে হতাশ তিনি। তাঁর কথায়, এর মানে সেনার চার বছরের চাকরির পর ফের পড়াশুনো করতে হবে, অন্য চাকরির জন্যে। এদিকে ওই চার বছর নষ্টও হবে। তিনি বলেন, আমি এখন অন্য চাকরিতে যোগ দেওয়ার কথা ভাবছি। আরেক চাকরিপ্রার্থী শিবম কুমার বলেন, যদি চার বছর পর আমাকে বাহিনীতে ফেরানো না হয় তবে বিপদে পড়ব। এর চেয়ে ভাল অন্য চাকরির চেষ্টা করা। তিনি আক্ষেপ করেন, গত দুই বছর সেনার চাকরির জন্য তৈরি হচ্ছিলাম। এখন শুনছি চার বছরের কাজ!
Read: জমির দখল নিতে বিজেপি বিধায়কের অত্যাচার – আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৪ জনের
Tweet: জমির দখল নিতে বিজেপি বিধায়কের অত্যাচার – আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৪ জনের
Indian Army