এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে ‘এক্সামিনেশন ইন ডেমোক্রেসি’ বলে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেছেন, এখন বিরোধীদের এই পরীক্ষায় পাশ করতে হয়।
তাঁর বক্তব্য সরকার ফেল করছে। আর বিরোধীদের ঠেলে দিচ্ছে ইডির সামনে পরীক্ষার মুখে। সমাজবাদী পার্টির সুপ্রিমোর আরও বক্তব্য, লিখিত এবং মৌখিক দুই পরীক্ষাতেই বিরোধীরা উত্তীর্ণ হবে। ভয় পাওয়ার কোন কারণ নেই।
হিন্দীতে লেখা অখিলেশের এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সোনিয়া ও রাহুল গান্ধীকে ইডি’র তলব নিয়ে বিরোধী শিবির যখন মুখে কুলুপ এঁটে আছে তখন খানিকটা স্রোতের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সহ একাধিক নেতার বিরুদ্ধে সিবিআই, ইডি, আয়কর দফতর সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত চালাচ্ছে।