সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আর চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই সেই ভোটকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করছেন সবাই। আর সেই ভরসার মান রাখতেই ফের দিল্লীতে পা রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণের জন্য দিল্লীর কনস্টিটিউশন ক্লাবে আজ বৈঠক ডেকেছেন তিনি। যেখানে যোগ দিয়েছেন ১৭ টি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা। ছুতমার্গ দূরে সরিয়ে রেখে তৃণমূল নেত্রী ডাকা সেই বৈঠকে যোগ দিয়েছে সিপিএম-ও। তাদের তরফে উপস্থিত রয়েছেন দলের রাজ্যসভার দলনেতা এলামারাম করিম। মঙ্গলবারই মমতাকে এ নিয়ে চিঠি পাঠিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। আর ওই নির্বাচনকে সামনে রেখে ছন্নছাড়া বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ জুনই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ বিজেপি বিরোধী শিবিরের ২২ নেতাকে চিঠি পাঠিয়ে তাঁর ডাকা বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ও কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। যদিও মমতার ডাকা বৈঠকে যাতে দলের কেউ না যান তার জন্য শীর্ষ নেতাদের কাছে আবদার জানিয়েছিলেন বঙ্গের সিপিএম নেতাদের একাংশ। ফলে জল্পনা শুরু হয়েছিল, বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে কী সিপিএম যোগ দেবে? সেই জল্পনার অবসান ঘটে গতকাল বিকালেই। মমতাকে চিঠি পাঠিয়ে ইয়েচুরি জানিয়ে দেন বৈঠকে যোগ দিচ্ছে সিপিএম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার সিপিএম নেতাদের মতামতের যে কোনও গুরুত্ব তাঁদের কাছে নেই, মমতার বৈঠকে প্রতিনিধি পাঠিয়ে ফের একবার বুঝিয়ে দিল সিপিএম শীর্ষ নেতৃত্ব।
Read: নটিংহ্যামে স্টোকস-বেয়ারস্টো জুটির বাজিমাত – কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড
Tweet: নটিংহ্যামে স্টোকস-বেয়ারস্টো জুটির বাজিমাত – কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড
Mamata Banerjee