ফের বিজেপি শিবিরের মুখ পুড়ল। একের পর এক ঘটনায় বারবার চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। আবারও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দলের বিরুদ্ধেই দূর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন নেতা-কর্মীরা। রাজ্যের অন্যান্য জেলার মত মণ্ডল কিমিটি নিয়েই অসন্তোষ এখানেও। অভিযোগ, মণ্ডল কমিটি গঠনে স্বজনপোষণ করা হয়েছে। শুধু দল ছাড়াই নয়, কার্যালয়ে তালাও ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ বেসুরো বিজেপি নেতা ও কর্মীরা।
বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনা। জানা গিয়েছে, সম্প্রতি ঘোষণা করা হয়েছে গড়বেতার নয়া পশ্চিম মণ্ডল কমিটি। সেই কমিটি থেকে বাদ পড়েছে বেশ কয়েকজন নেতা ও কর্মীর নাম। এরপরেই ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। দেখিয়েছেন বিক্ষোভ। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি শিবিরের অন্দরে। চরম অস্বস্তিতে পড়ে বিজেপি শিবির।
বিক্ষোভ দেখানোর পরেই বিক্ষুব্ধরা দল ছাড়ার কথা ঘোষণা করেন। শুধু তাই নয় এদিন কার্যালয়ে তাঁরাই ঝুলিয়ে দেন তালা। তাঁদের অভিযোগ, মণ্ডল সভাপতির বিরুদ্ধে। সমস্ত ঘটনা বিক্ষুব্ধরা জেলার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করেছেন। বিক্ষুব্ধদের মধ্যে রয়েছেন জেলা কমিটির প্রাক্তন সদস্যও। এই প্রসঙ্গে মণ্ডল সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছোট ঘটনা মাত্র। মিটিয়ে নেওয়া হবে। আর বিজেপির এই ভাঙনকে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল শিবির। সবুজ শিবিরের বক্তব্য, বিজেপি আগে নিজেদের ঘর সামলাক, তারপরে তৃণমূলের বিরুদ্ধে লড়তে আসবে। উল্লেখ্য, পদত্যাগকারীরা সকলেই মেদিনীপুর সাংগঠনিক জেলার সদস্য। বিজেপিতে আবারও ভাঙনের খবর আসতেই তীব্র অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। রাজ্য বিজেপি বারবার ভাঙন নিয়ে চরম অস্বস্তিতে পড়ছে।