চমৎকার ছন্দে রয়েছে স্প্যানিয়ার্ডরা। বিগত ইউরো কাপেই বোঝা যাচ্ছিল, কোচ লুইস এনরিকের প্রশিক্ষণে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে স্পেন। তার প্রতিফলন ধরা পড়ছে চলতি নেশনস লিগেও। রবিবার তারা ২-০ গোলে চেক প্রজতন্ত্রকে হারিয়েছে। তার পরেই কোচ এনরিকে জানিয়ে দিয়েছেন, কাতার বিশ্বকাপে অন্য এক স্পেন দেখবে ফুটবলবিশ্ব। রবিবারের ম্যাচে দুই অর্ধে গোল করেন কার্লোস সোলের ও পাবলো সারাবিয়া। এই মুহূর্তে স্পেনের হয়ে গোল করেই চলেছেন তিনি। এই জয়ের ফলে গ্রুপ এ টু-তে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিনে চেক প্রজাতন্ত্র।
এদিন এনরিকে জানিয়েছেন, “আমি স্পেনীয় ফুটবলের মূল দর্শনকে অটুট রেখে দলকে নতুন আঙ্গিকে তৈরি করতে চাইছি। যেখানে শুধু পাসের প্লাবনই দেখা যাবে না, ইউরোপীয় ঘরানায় যে শক্তির ফুটবল জনপ্রিয়, তারও মিশ্রণ থাকবে।” পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বকাপের আগে দলকে তৈরি করে নেওয়ার এটাই বড় সুযোগ। সেটাকে হাতছাড়া করতে চান না তিনি।