ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। এই মরসুমে শুরু হতে পারে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ শুরু হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দিয়েই। সোমবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার তিন প্রধান ও ডুরান্ড কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছিলেন।
এপ্রসঙ্গে জানা গিয়েছে, প্রতিযোগিতার আয়োজকরা চেয়েছিলেন ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দিয়ে ডুরান্ড শুরু করতে। কিন্তু পরে প্রস্তাব দেওয়া হয়, লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের দ্বৈরথের মাধ্যমে ১৬ই অগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু করার। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান মাঠ ছাড়াও কিশোর ভারতী এবং যুবভারতী ক্রীড়াঙ্গণে ডুরান্ড কাপের ম্যাচ হবে। ফাইনাল হতে পারে ২৪শে অগস্ট। স্বাভাবিকভাবেই ডার্বি ম্যাচ নিয়ে তুঙ্গে উন্মাদনা।