জ্বালানি-সহ অন্যান্য পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। বেকারত্ব থেকে মুদ্রাস্ফীতির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত কম-বেশি সকলেরই। তবে এবার একধাক্কায় আরও বাড়ল মধ্যবিত্তের জ্বালা। মে মাসে সর্বোচ্চ ১৫.৮৮ শতাংশে পৌঁছোল পাইকারি মূল্য সূচক(ডব্লিউপিআই)।
শাকসবজি, ফল, দুধ, উৎপাদন, জ্বালানি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে পরিসংখ্যান। এপ্রিলে এই হার পৌঁছেছিল ১৫.০৮ শতাংশে। এবার সেই অঙ্কও পেরিয়ে গেল মুদ্রাস্ফীতি। গত বছর মে মাসে এই হার ছিল ১৩.১১ শতাংশ। ১ বছরের মধ্যে সেই হার বেড়ে গিয়েছে অনেকটাই। শুধু তাই নয়, ২০১২ সাল থেকে ধরলে এটাই পাইকারি মুদ্রাস্ফীতির সর্বোচ্চ হার। এদিন পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, লাগাতার ১৪ মাস ‘হোলসেল প্রাইস ইন্ডেক্স’ বা পাইকারী মুদ্রাস্ফীতির সূচক রয়েছে দুই অঙ্কে, যা ভারতের মতো অর্থিনীতির জন্য খুবই উদ্বেগের বিষয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী, রাসায়নিক পদার্থ প্রভৃতির দাম বাড়ার ফলেই পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী।
Read: একপেশে – তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে আয়কর দফতরের নোটিস খারিজ হাইকোর্টে
Tweet: একপেশে – তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে আয়কর দফতরের নোটিস খারিজ হাইকোর্টে
Price Hike