‘আমি যাতে না আসতে পারি সেই জন্য স্ত্রীকে চিঠি দিয়েছে’, আগরতলায় নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করে এই কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগরতলায় উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেন, ত্রিপুরার মানুষ যেভাবে তাদেরকে গ্রহণ করেছে তার জন্য তারা বাধিত। ১০ মাস আগে তারা যাত্রা শুরু করি। যত দিন গেছে তত ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন তিনি আগেও এসেছেন এবং আবার ২০ তারিখ আসবেন। তিনি বলেন ত্রিপুরায় পরিবর্তন আসবেই। বিজেপির নৌকা ডুবতে চলেছে নতুন চালক কীছুই করতে পারবেন না।
তিনি অভিযোগ করেন ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থায় অবস্থা জরাজীর্ণ। একঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়? ৫০% স্টাফ নিয়ে হাসপাতাল চলছে বলে দাবি করেন তিনি। ২৫ বছরের বাম সরকারকে সরানর সময় মানুষ এরকম কিছু চাননি বলে জানান তিনি। তাঁর দাবি বর্তমানে বেকাতত্বে সবার আগে রয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা, গোয়া, হিমাচল, উত্তরপ্রদেশ সহ বহু রাজ্য। এনসিরবি বলছে উত্তর পুর্বে সব থেকে বেশি রাজনৈতিক হিংসা হয় ত্রিপুরায়।
তাঁর দাবি ডবল ইঞ্জিন সরকার মানে ডবল চুরি। ত্রিপুরা এবং দিল্লি দুই জায়গায় চুরি। তিনি দাবি করেন মানুষ ভোট দিতে পারলে আগামী নির্বাচনে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে ত্রিপুরায়। তিনি বলেন তিনি আসবেন শুনলেই বিজেপি উপদ্রপ শুরু করে ত্রিউরায়। বিজেপি কে আক্রমণ করে তিনি বলেন, বিজেপির গুণ্ডা এবং টাকা থাকলে তাড়া জানেন জে মানুষের সমর্থন রয়েছে তৃণমূলের কাছে।
তাঁর দাবি তৃণমূল কথা দিলে কথা রাখে এবং বিজেপি ভাঙ্গা ক্যাসেটের মত। বিজেপি কথা কেবল শোনা যায় কিন্তু দেখা যায় না।