ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল দু’দফায় প্রায় দশ ঘণ্টা ধরে ইডির জেরার মুখে পড়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ, মঙ্গলবারও তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল ইডি। সেই মতোই এদিন সকাল এগারোটা নাগাদ ইডির দফতরে পৌঁছলেন তিনি।
সোমবারের মতোই আজও হাজিরা দেওয়ার আগে দলের সদর দফতরে যান রাহুল। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। গতকালের মতোই আজও রাহুল গান্ধীকে তলবের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস তাঁদের ধরপাকড় করে দিল্লি পুলিশ। জোর করে টেনে হিঁচড়ে বাসে তোলা হয় তাঁদের।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, আমাদের সত্যাগ্রহ জারি থাকবে। তিনি আরও বলেছেন, গতকাল সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রাহুল। আজকেও তাঁকে যা জিজ্ঞাসা করা হবে, তার উত্তর দেবেন তিনি। সুরজেওয়ালার মতে, মোদি সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাহুল। তাঁর কণ্ঠরোধ করতেই ইডিকে দিয়ে তদন্ত করাচ্ছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার আটক করা হয়েছে সুরজেওয়ালাকেও।
গতকাল সকাল সওয়া এগারোটা নাগাদ ইডি অফিসে গিয়েছিল রাহুল। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। ঘণ্টাতিনেক জেরা করার পরে তাঁকে মধ্যাহ্নভোজের বিরতি দেন ইডি কর্তারা। ফের বিকেলের দিকে ইডি দফতরে হাজির হয়েছিলেন তিনি। তবে জেরার সময়ে কী কী প্রশ্ন করা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, গতকাল বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি কংগ্রেস সাংসদ। সেই কারণেই তাঁকে দ্বিতীয় বার ডাকা হয়েছে।
National Debt Holders