আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নিয়ে খোঁচা দিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে গেলে আরও দ্রুতগতিতে কাজ করতে হবে মোদি সরকারকে। দেশে শূন্যপদ ১ কোটিরও বেশি।
পোস্টে বরুণ লিখেছেন, ‘বেকার যুব সম্প্রদায়ের যন্ত্রণা ও আবেগকে বোঝার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু নতুন রোজগারের সুযোগ তৈরি করার পাশাপাশি ১ কোটিরও বেশি ‘স্বীকৃত কিন্তু শূন্য’পদকে ভরতি করার সার্থক প্রয়াস করতে হবে। প্রতি বছর ২ কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে গেলে আরও দ্রুতগতিতে কাজ করতে হবে’।
গত বছরখানেক ধরেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে বরুণকে। বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একের পর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেছিলেন। গত নভেম্বরে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিতেও বরুণ জানিয়েছিলেন, ‘আগেই যদি এই সিদ্ধান্ত নিতেন, তবে এতগুলো নিরীহ প্রাণ যেত না’। সরব হয়েছিলেন লখিমপুরের আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও। বেকারত্ব নিয়েও তিনি খোঁচা দিয়েছেন আগে।