সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আর চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই সেই ভোটকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করছেন সবাই। আর সেই কারণেই আজ, মঙ্গলবার দিল্লী যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
তৃণমল সূত্রে খবর, মঙ্গলবার সুনির্দিষ্ট কোনও সূচি নেই তৃণমূল নেত্রীর। বিকালে রাজধানীতে পৌঁছনোর পর বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। বুধবার বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। রাজনৈতিক গুরুত্বের বিচারে যে বৈঠক এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়ে যদি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিতে সফল হয়, তবে এই বৈঠক হতে চলেছে তার মহড়া।
প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে বিরোধী দলগুলোকে নিয়ে সমাবেশের আয়োজন করেছিলেন মমতা। তবে সেবার জোট গঠনে সফল হননি। এবার আবার উদ্যোগী তিনি। ২ বছর আগে থেকেই তাঁর এই উদ্যোগে এটা পরিষ্কার যে, লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী।
Mamata Banerjee