রাজ্য বিজেপির মহিলা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরে আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ। শুধু তাই নয়, রক্তদান শিবিরের যে ব্যানার করা হয়েছে, তাতেও দিলীপ ঘোষের ছবি নেই। যা এককথায় নজিরবিহীন ঘটনা।
এ বিষয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কোনও রক্তদান শিবিরের কথা তাঁর জানা নেই। বর্তমানে দিলীপ ঘোষ তাঁর সংসদীয় কেন্দ্র মেদিনীপুরে রয়েছেন। দলের কর্মসূচিতে সেখানে ব্যস্ত। এদিকে, মহিলা মোর্চার রক্তদান শিবিরে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হল না কেন? এই প্রশ্ন উঠে গিয়েছে দলের মধ্যে। পদ্মশিবিরে চর্চা শুরু হয়ে গিয়েছে। দিলীপ শিবিরের অভিযোগ, এর পিছনে রয়েছে রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের কতিপয় নেতা।
এদিন বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির উদ্যোগে কলকাতার মাহেশ্বরী সদনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরটি। স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। ৭৫জন মহিলা-সহ শতাধিকজন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। কিন্তু এই কর্মসূচির প্রচার ঢাকঢোল পিটিয়ে করা হলেও দিলীপ ঘোষকে কেন ডাকা হল না তা নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে।