একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। তাই ত্রিপুরা উপনির্বাচনের জন্য আজ ১৪ জুন আগরতলায় প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দ্বিতীয় দফায় তিনি প্রচার করবেন আগামী ২০ জুন।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি রোড শোতে অংশ নেবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রচার চালাবেন। মঙ্গলবার তিনি একটি রোড শো করবেন এবং এর শেষে একটি সভায় থাকবেন। জরুরি কাজে তাঁকে দিল্লী যেতে হবে তাই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস তাঁকে ২০ জুন আবার ত্রিপুরায় আসার অনুরোধ জানিয়েছে।’ এদিনের রোড শো-টি দুপুর ১২ টায় টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের গান্ধিঘাট থেকে শুরু হবে এবং আগরতলার জিবি বাজারে শেষ হবে। সেখানে অভিষেক একটি জনসভায় ভাষণ দেবেন।
Read: সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ – খবরের চ্যানেলগুলিকে সতর্ক করল রাজ্য সরকার
Abhishek Banerjee