দুর্নীতিকে প্রশ্রয় দেবে না তাঁর দল। বারবারই এ কথা বলে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। এবার দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হল কেশপুরের ১০ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা এজাহার আলিকে। সোমবার গভীর রাতে জেলা তৃণমূলের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়৷ ঘোষণা করেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আশিফ সুদাইত৷
ঘাটালের সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বলেন, ‘কেশপুর ব্লকের শাঁকপুর এবং গরগজপোঁতায় সাম্প্রতিককালে যে গণ্ডগোল হয়েছে, অনুসন্ধান করে জানা গিয়েছে, সেখানে ১০ নম্বর কেশপুর অঞ্চলের সভাপতি এজাহার আলি তার সঙ্গে সরাসরি যুক্ত৷ এটা প্রমাণিত হয়েছে৷ তাই ঘাটাল সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাদের সমস্ত নেতৃত্বকে এবং সমর্থকদের জানাচ্ছি, দল থেকে এজাহার আলিকে আমরা বহিষ্কার করছি৷ কেউ তাঁর সঙ্গে যেন কোনও রকম সম্পর্ক না রাখে৷’
তাঁর সংযোজন, ‘সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দল কখনও কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না৷ এমনকী, দল সাধারণ মানুষের ক্ষতি হবে, এমন কোনও কাজের সঙ্গে যুক্ত থাকবে না৷ তাই আমরা এজহার আলিকে দল থেকে বহিষ্কার করলাম৷ আজ থেকে তিনি আমাদের দলের সঙ্গে যুক্ত নন৷ দল তাঁর সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবে না৷’