উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। মেঘ কুয়াশা আর বৃষ্টিতে ভিজছে পাহাড়। অথচ দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। সপ্তাহের শুরুতেই তাপমাত্রা চড়চড় করে বাড়ছে কলকাতায়। গরমের দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। অস্বস্তিকর গরমে সকাল থেকেই প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় সাধারণ মানুষের। গলদঘর্ম অবস্থা শহরবাসীর। আজ কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গ পেরিয়ে দক্ষিণবঙ্গে ঢোকার মুখেই থমকে গেছে সে। ফলে উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির তেজ।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা পথ এগিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনে ব্যপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে ১৫ তারিখ নাগাদ বর্ষা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বজায় থাকবে বৃষ্টির তেজ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন একইভাবে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে বলে জানায় হাওয়া অফিস। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গল-বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Read: বিজেপিশাসিত মধ্যপ্রদেশে পাশবিক ঘটনা – নাবালিকাকে গণধর্ষণ, নির্যাতনের ভিডিও লাইভ করল অভিযুক্তরা!
Weather