সামনেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই ভোটে এনসিপি নেতা শরদ পাওয়ারকেই প্রার্থী করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিরোধী শিবির। জানা গিয়েছে, আগামী পরশু দিল্লীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে পাওয়ারের নামে সিলমোহর দেওয়ার চেষ্টা হবে। ইতিমধ্যে মহারাষ্ট্রের এই নেতার নামে সহমত হয়েছেন বিরোধী নেতাদের অনেকেই।
এনসিপি সুপ্রিমোর নাম নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেসও। সোনিয়া গান্ধীর নির্দেশে সপ্তাহ খানেক ধরে প্রবীণ নেতা মল্লিকর্জুন খাড়গে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তিনি প্রথমেই পাওয়ারের সঙ্গে দেখা করে সনিয়া গান্ধীর ইচ্ছার কথা জানিয়েছেন। এরপর শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন। উদ্ধর এক কথায় সায় দিয়েছেন পাওয়ারের নামে। এনসিপি সুপ্রিমোর সঙ্গে তৃণমূল নেত্রী মমতার সম্পর্কও খুবই মধুর। তবে স্বয়ং পাওয়ার এই ব্যাপারে কথা দেননি। তিনি দিন কয়েক সময় চেয়েছেন। মনে করা হচ্ছে, বাকি বিরোধী দলগুলির মনোভাব নিজের মতো করে বুঝে নিতে চান তিনি।
Mamata Banerjee