গত ক-দিন ধরে বাংলার নানান স্থানে অশান্তির ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন জানালেন রাজ্যের এডিজি জাভেদ শামিম। অশান্তিতে জড়িতে সকলকেই দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে, সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। শামিম বলেন, “রাজ্যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করা হবে। তারা যেইে হোক না কেন, তাদের খুঁজে বের করে আইনের সবচেয়ে কঠোর ধারায় শাস্তি দেওয়া হবে।” এদিন সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, “হাওড়া, মুর্শিদাবাদ সহ রাজ্যে একাধিক জায়গায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। অশান্তি প্রবণ এলাকায় টহলদারি চলছে। এরিয়া ডমিনেশন, পেট্রলিং চলছে। তথ্যপ্রমাণ নেওয়া হচ্ছে। প্রতিটি এলাকা ঘুরে দেখছেন তাঁরা। কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্যজুড়ে। রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা দায়বদ্ধ। কোনওভাবেই এখানে শান্তি বিঘ্নিত হতে দেওয়া হবে না।”
পাশাপাশি শামিম জানিয়েছেন, রাজ্যে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত দু’শো জনের বেশি গ্রেফতার হয়েছে। তিনি বলেন, “বাংলা অনেক বড় রাজ্য। এখানকার জনসংখ্যাও বেশি। একটা দুটো সমস্যা হয়েছে। কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।” সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়েও সতর্ক করেন রাজ্য পুলিশের এই শীর্ষকর্তা। “অনেক গুজব রটেছিল। তবে প্রতিটি ছোট-বড় ঘটনাতেই দায়ের করা হয়েছে। মোট ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে। এমনকী পাথর ছোঁড়ার ঘটনাতেও এফআইআর দায়ের হয়েছে।”