মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। প্রশানের নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত।
মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি সিবিআই তদন্ত দাবি করেছিলেন। দীর্ঘদিন শুনানির পর সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, রাজ্যের নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত।
দীর্ঘ চার বছর আগে দায়ের হওয়া মামলায় শুনানি শেষে গত সপ্তাহে রায় দান স্থগিত রাখে হাই কোর্ট। সোমবার রায় দিয়ে অধীররঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ।
এদিন হাইকোর্ট জানিয়েছে, এই তদন্ত রাজ্য পুলিশ করবে। অন্য সংস্থাকে তদন্তভার দেওয়া হবে না।
Read: দেশের দৈনিক আক্রান্ত সামান্য কমলেও ৮ হাজারের বেশি – ২৪ ঘন্টায় মৃত ১০, অ্যাকটিভ কেস ৪৮ হাজার ছুঁইছুঁই
Twitter: দেশের দৈনিক আক্রান্ত সামান্য কমলেও ৮ হাজারের বেশি – ২৪ ঘন্টায় মৃত ১০, অ্যাকটিভ কেস ৪৮ হাজার ছুঁইছুঁই
Metro Dairy