রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ অঞ্চলে মহম্মদ জাভেদ নামে এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। তার আগে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য জাভেদকে নোটিস পাঠানো হয়েছিল। এরপরই বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ বেআইনি, এমনই মন্তব্য করলেন এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গোবিন্দ মাথুর।
হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা। তাঁর মন্তব্যের পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলেছিল দেশে। তার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে সংখ্যালঘুদের। এদের মধ্যে প্রয়াগরাজের বাসিন্দা মহম্মদ জাভেদ আহমদ ছিলেন এই প্রতিবাদ মিছিলের অন্যতম মুখ। এরপরই সরকারের পক্ষ থেকে জাভেদের বাড়ি ভেঙে ফেলার নোটিস পাঠায় কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। বাড়িটি অবৈধভাবে নির্মিত বলে উল্লেখ করা হয় নোটিসে। রবিবার শেষমেশ বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়।
এই প্রসঙ্গে এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গোবিন্দ মাথুর বলেছেন, ভারতে বেআইনিভাবে নির্মিত বাড়ির সংখ্যা প্রায় কোটির উপরে। পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তির বাড়ি এভাবে ভেঙে ফেলা সম্পূর্ণ অনৈতিক। প্রাক্তন বিচারপতি মাথুরের মন্তব্য, রাজ্য সরকার তাহলে আইনের শাসন মানছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠে যায়।