কখনও লিংক না থাকার অভিযোগ, তো কখনও ‘লাঞ্চ আওয়ার’-এর অজুহাতে উপভোক্তাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ— গোটা দেশজুড়েই আকচার আঙুল ওঠে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দিকে। এবার খাস লন্ডনেও ভারতের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার বিরুদ্ধে একই অভিযোগ উঠল। জানা গিয়েছে, প্রতিদিন দুপুর ১২টা বাজতেই সেখানে তাড়াহুড়ো পরে যায় কাজ শেষ করার। চলে মধ্যাহ্নভোজের তোড়জোড়। হ্যাঁ, লন্ডনের এক প্রবাসী ভারতীয় যুবক ঠিক এই সময়ে এসবিআইয়ে পৌঁছনোর পর তাঁর বিচিত্র অভিজ্ঞতার কথা টুইটারে জানিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
ভারতের সরকারি দফতর বা আধা সরকারি ব্যাঙ্কে দুপুর বেলায় ‘লাঞ্চ আওয়ার’ হওয়া নতুন ঘটনা নয়। বিশেষ করে এসবিআইয়ের কর্মচারীদের এই নিয়মানুবর্তিতার বেশ নামডাক রয়েছে। তবে ওই ভারতীয় যুবক অবাক হয়েছেন খাস লন্ডনেও, কর্মব্যস্ত পরিবেশে ভারতীয় ব্যাঙ্ক তাদের ভারতীয়ত্ব পুরোদমে বজায় রেখেছে দেখে। টুইটারে অভয় নামের ওই যুবক ব্যাঙ্কের বন্ধ দরজার ছবি দিয়ে লিখেছেন, ‘ভারত নয়, লন্ডনের ভারতীয় ব্যাঙ্কের শাখা। দুপুর সাড়ে ১২টার সময় পুরোপুরি বন্ধ। কারণ, লাঞ্চ আওয়ার চলছে!’ লন্ডনের মতো ব্যস্ত শহরে কাজের সময়ে একটি ব্যাঙ্কের শাখার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা স্বাভাবিক নয়। দেশের প্রথা বিদেশেও পুরোদমে চালু রয়েছে দেখে, অভয় টুইটারে লিখেছেন, ‘দেশের সংস্কৃতির এমন নিখুঁত প্রতিনিধিত্ব দেখে গর্ব হচ্ছে’।