জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা নির্বাচনের মৌলিক ধারণার পরিপন্থী। তা বহু মানুষের রায়কে প্রভাবিত করে। এবার জনমত ও বুথ ফেরৎ সমীক্ষা বন্ধ করার দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়ে এমনটাই জানাল নির্বাচন কমিশন। নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আইন মন্ত্রককে সম্প্রতি চিঠি দিয়ে এই ব্যাপারে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। বছর শেষে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভার নির্বাচন। তার আগে সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছেন কমিশন প্রধান।
অবশ্য কমিশনের এই বক্তব্য নতুন নয়। রাজীব কুমারের পূর্বসূরিদের অনেকেই এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু কোনও সরকারই সাড়া দেয়নি। কমিশনের বক্তব্য, জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা নির্বাচনের মৌলিক ধারণার পরিপন্থী। জনমত সমীক্ষা বহু মানুষের রায়কে প্রভাবিত করে। আর বুথ ফেরৎ সমীক্ষা থেকে শুরু হয় এমপি, এমএলএ কেনাবেচার প্রস্তুতি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের হাতে নেই। সরকারকেই সংসদে বিল এনে জনপ্রতিনিধিত্ব আইনে এই ধরনের সমীক্ষা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।