এই মুহূর্তে শিশুদের স্কুলে গরমের ছুটি চলছে। স্বাভাবিকভাবেই আলিপুর চিড়িয়াখানায় ভিড় লেগেই রয়েছে। সপ্তাহের শুরুতে তেমন পর্যটক না থাকলেও বেশ কিছু মানুষের সমাগম ছিল চিড়িয়াখানা চত্বরে। তক্ষুণি ঘটে এক কাণ্ড। আজ সোমবার সাত সকালে আচমকাই আলিপুর চিড়িয়াখানা থেকে বাইরে পালানোর চেষ্টা এক শিম্পাঞ্জির। সাতসকালে হইহই কাণ্ড। আচমকাই খাঁচা থেকে বেরিয়েই দে ছুট। সোজা চিড়িয়াখানা থেকে বাইরে পালানোর চেষ্টা করল সে। ঘটনা ঘিরে তুলকালাম পড়ে গেল আলিপুর চিড়িয়াখানার ভেতর। তাকে আটকাতে চিড়িয়াখানার মেন গেট বন্ধ করা হল। কিন্তু, তাতেও আয়ত্তে আনা সম্ভব হচ্ছিল না শিম্পাঞ্জিটিকে। শেষ পর্যন্ত তাকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি চালানো হল। জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে এই কাণ্ড ঘটে চিড়িয়াখানায়। নিজের এনক্লোজার ছেড়ে আচমকাই ছুটে বেরিয়ে চলে আসে একটি ছোট শিম্পাঞ্জি। মোট চারটি শিম্পাঞ্জি ওই এনক্লোজারটিতে ছিল।
কিন্তু, হঠাৎ কেন ওই একটি শিম্পাঞ্জি এহেন আচরণ করল, তার কোনও কারণ এখনও জানা যায়নি। শিম্পাঞ্জিটির দেখভালের দায়িত্বে থাকা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর নজর এড়িয়ে কী ভাবে শিম্পাঞ্জিটি এনক্লোজার ছেড়ে বেরিয়ে এল, তা নিয়েও প্রশ্ন উঠছে। আলিপুর চিড়িয়াখানার অতি পরিচিত মুখ শিম্পাঞ্জি বাবু। শিশুদের মধ্যে চিড়িয়াখানার অতি পুরনো এই সদস্যের জনপ্রিয়তা তুঙ্গে। তারই চার ছানাকে একটি এনক্লোজারে রাখা হয়েছে। ছোটু, মস্তান, বুড়ি নামের এই সন্তানরাও চিড়িয়াখানায় বেশ মজার সঙ্গেই দিন কাটায়। গ্রীষ্মকালে তাদের পরিচর্যার জন্য থাকে একাধিক ব্যবস্থা। নিয়মিত স্নান করানো থেকে শুরু করে প্রাতঃরাশে তরমুজ খাওয়ানো হয় বাবুর সন্তানদের। স্বাস্থ্যের দেখভাল করার জন্যও আলাদা লোক থাকে এনক্লোজারে। তা সত্ত্বেও কার গাফিলতিতে শিম্পাঞ্জিটি এভাবে খাঁচা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, তা খতিয়ে দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Read: অভিষেক পৌঁছনোর আগেই ত্রিপুরায় ছেঁড়া হল তৃণমূলের পোস্টার-ব্যানার – চিঠি নির্বাচন কমিশনকে
Twitter: অভিষেক পৌঁছনোর আগেই ত্রিপুরায় ছেঁড়া হল তৃণমূলের পোস্টার-ব্যানার – চিঠি নির্বাচন কমিশনকে
Alipore Zoo