শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র কয়েকদিন। আগামী ২৩শে জুন ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তারই প্রস্তুতিতে মগ্ন তৃণমূল। বিনা যুদ্ধে সামান্যতম জমি ছাড়তে রাজি নয় জোড়াফুল শিবির। আগামী সপ্তাহেই প্রচারের কাজে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ১১ই জুন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তৃণমূল প্রার্থীদের সমর্থনে ১৪ জুন আগরতলা ও টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া মানিক সাহা। আগামী ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তার আগেই এই চার কেন্দ্রের উপনির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। প্রচারে ত্রিপুরার বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরছে তৃণমূল। প্রচারে ভালো সাড়াও পাচ্ছে জোড়াফুল শিবির। এর মধ্যেই উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় পা রাখছেন অভিষেক। সূত্রের খবর, তিনি দুটি বিধানসভা কেন্দ্রে রোড শো করবেন। অন্য দুই থেকে সুরমা ও যুবরাজনগরের প্রচারে তারকা প্রচারকরা আসবেন, এমনই জানিয়েছে সূত্র।