ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এবার যোগীরাজ্যে থানার মধ্যেই বিক্ষোভকারীদের বেধড়ক মারধর করল পুলিশ। অমানবিক নির্যাতনের মুখে পড়ে বিক্ষোভকারীরা অনুরোধ করলেন, যেন তাঁদের রেহাই দেওয়া হয়। কিন্তু তাতেও ভ্রূক্ষেপ নেই পুলিশ। লাঠি নিয়ে চলল তুমুল মারধর। এরপর গোটা ঘটনার ভিডিও টুইট করে বিজেপি বিধায়ক শালাব মনি ত্রিপাঠী লিখলেন, “দাঙ্গাবাজদের জন্য রিটার্ন গিফট!” স্বাভাবিকভাবেই পুলিশের এহেন নির্মম আচরণ ও বিধায়কের টুইট নিয়ে শুরু হয়েছে প্রবল তোলপাড়। বইছে নিন্দার ঝড়। ঘটনার প্রতিবাদ করে টুইট করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
প্রসঙ্গত, নবী সম্পর্কে নুপূর শর্মার মন্তব্য নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চলছে। গত শুক্রবার উত্তরপ্রদেশের নানা জায়গায় নূপুরের মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তারপরে প্রায় ৩০০ জনকে আটক করে পুলিশ। পোস্ট করা ভিডিওটি কবে কোথায় তোলা হয়েছে, সেই প্রসঙ্গে কিছুই বলেননি বিজেপি বিধায়ক শালাব মনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, দিন দুয়েক আগে সাহারানপুরের একটি থানায় এই ভিডিওটি তোলা হয়েছে। ভিডিওটি পোস্ট করে বিজেপি বিধায়ক লিখেছেন, “দাঙ্গাবাজদের জন্য রিটার্ন গিফট।” যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই তীব্র নিন্দা করছেন সমাজবাদী পার্টির বিধায়ক অখিলেশ যাদব। এদিন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, “পুলিশের হেফাজতে থেকে মৃত্যু হয়েছে, এমন ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যে থানায় এইরকম ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরকম চলতে থাকলে বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে সাধারণ মানুষ। মানবাধিকার লঙ্ঘন, দলিতদের অত্যাচারের ঘটনায় অগ্রণী ভূমিকা পালন করছে উত্তরপ্রদেশ।”